Wednesday, November 19, 2025
দেশ

ভারতীয় নৌসেনায় যুক্ত হল স্করপেন সাবমেরিন আইএনএস করঞ্জ

মুম্বাই: আরও শক্তিশালী হল ভারতীয় নৌবাহিনী। বুধবার নৌসেনায় যুক্ত হল ভারতের তৃতীয় স্করপেন ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন আইএনএস করঞ্জ (S23 INS Karanj)। আনুষ্ঠানিক ভাবে এটিকে নৌবহরে কমিশনিং করা হল মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে।

চিফ অফ নাভাল অ্যাডমিরাল করমবীর সিং ও অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) ভি এস শেখাওয়াতের উপস্থিতিতে এই সাবমেরিনকে মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানে নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং বলেন, গত ৭ দশক ধরে ভারতীয় নৌসেনা প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয়করণ ও স্বনির্ভরতার কথা বলছে। বর্তমানে ৪২টি জাহাজ ও ডুবোজাহাজের মধ্যে ৪০টিই ভারতে তৈরি হচ্ছে। আত্মনির্ভরতা ভারতীয় নৌসেনার উন্নতি ও ভবিষ্যতের পথের মৌলিক তত্ত্ব।

এই ক্লাসের আরও দুটি সাবমেরিন আইএনএস কালভরি ও আইএনএস খাণ্ডেরি ইতিমধ্যেই ভারতীয় নৌসেনার অন্তর্ভুক্ত হয়েছে। এই পর্যায়ের চতুর্থ সাবমেরিনের নাম আইএনএস ভিলা। যেটির সমুদ্রে ট্রায়াল চলছে। পঞ্চম সাবমেরিনটি হল আইএনএস ভাগির।

তালিকায় ষষ্ঠ সাবমেরিন হিসেবে নথিভুক্ত হয়েছে তার নাম ভাগশির। যেটির এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। এটি তৈরি হচ্ছে ভারতের মাজাগং ডকে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।