Sunday, May 5, 2024
রাজ্য​

টার্গেট বাংলা, এবার থেকে প্রতি মাসে রাজ্যে আসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা

কলকাতা: ২০২১ বিধানসভা ভোটে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলা দখল করতে চায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক কর্মসূচী হাতে নিয়েছে গেরুয়া শিবির। বাংলা দখলে সরাসরি নেতৃত্ব দেবেন দলের ২ শীর্ষনেতা অমিত শাহ ও জেপি নাড্ডা। দিল্লি থেকে নয়, প্রতি মাসে পশ্চিমবঙ্গ আসবেন তাঁরা। বুধবার বিজেপির তরফে এমনটাই জানানো হয়েছে।

বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দলীয় প্রচার পরিচালনা করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেজন্য ইতিমধ্যে রাজ্যকে ৫টি জোনে ভাগ করে নেওয়া হয়েছেন। নিয়োগ করা হয়েছে ৫ জন কেন্দ্রীয় পর্যবেক্ষককে। ইতিমধ্যে ময়দানে নেমেও পড়েছেন তাঁরা।

আর প্রচারে ঝড় তুলতে নিয়ম করে প্রতি মাসে রাজ্যে আসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। এ বিষয়ে বুধবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এবার থেকে প্রতি মাসে নিয়ম করে রাজ্যে আসবেন অমিত শাহ ও জেপি নাড্ডা। রাজ্যে এসে কয়েকদিন থাকবেন তাঁরা। তবে চূড়ান্ত সফরসূচি এখনও তৈরি হয়নি।

বিজেপির তরফে খবর, প্রতি মাসে অমিত শাহ ২ দিন ও জেপি নাড্ডা অন্তত ৩ দিন পশ্চিমবঙ্গে কাটাবেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ নভেম্বর রাজ্যে আসতে পারেন অমিত শাহ।