‘আদিপুরুষ’ নিয়ে তুমুল বিতর্কের মধ্যেই টেলিভিশনে ফিরছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আদিপুরুষ সিনেমা নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। সিনেমা প্রেমীরা আদিপুরুষ সিনেমা নিয়ে আশাহত হয়েছেন। অনেকেই এটিকে অপসংস্কৃতি বলে অভিযোগ তুলেছেন। এর মধ্যেই টেলিভিশনে ফিরছে দেশবাসীর মনে জায়গা করে নেওয়া রামানন্দ সাগরের ‘রামায়ণ’।
শিমারু টিভিতে (Shemaroo TV) ৩ জুলাই থেকে ফের দেখানো হবে রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’। এতে শ্রী রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন অরুণ গোভিল (Arun Govil)। সীতার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সুনীল লাহিড়ি। আশির দশক থেকে এখনও পর্যন্ত রামানন্দ সাগরের রামায়ণ মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।
শিমারু টিভির তরফে রামায়ণের টিজার পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সকল প্রিয় দর্শকের জন্য আমরা নিয়ে আসছি বিশ্বখ্যাত পৌরাণিক ধারাবাহিক ‘রামায়ণ’। ৩ জুলাই থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় শিমারু টিভিতে দেখতে পাবেন রামায়ণ।’