‘ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক, অপারেশন থিয়েটারেও সেই সুযোগ দেওয়া হোক’, দাবি কেরলের ৭ মুসলিম মেডিক্যাল ছাত্রীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অপারেশন থিয়েটারে হিজাবের বিকল্প পোশাক খুঁজতে, কেরলের তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজের ৭ মুসলিম ছাত্রী কলেজের অধ্যক্ষকে আর্জি জানিয়েছেন।
অধ্যক্ষকে লেখা চিঠিতে ওই সাত মেডিক্যাল ছাত্রী জানিয়েছেন, ‘ধর্মীয় কারণে তাদের মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। তাই অপারেশন থিয়েটারেও তাদের সেই সুযোগ দেওয়া হোক।’
উল্লেখ্য, অপারেশন থিয়েটারে ঢুকতে গেলে নির্দিষ্ট পোশাকবিধি মানতে হয়। অপারেশন থিয়েটারে হিজাবের মতো পোশাক পরায় নিষেধাজ্ঞা রয়েছে। চিঠিতে ওই ৭ ছাত্রী হিজাবের বিকল্প হিসেবে ‘সার্জিক্যাল হুডস’-এর মতো মাথা ঢাকা পোশাক পরে অপারেশন থিয়েটারে ঢোকার অনুমতি চেয়েছেন ওই সাত ছাত্রী। পাশাপাশি, লম্বা হাতা জ্যাকেট পরে অপারেশন থিয়েটার ঢোকার অনুমতি চেয়েছেন।
কলেজের অধ্যক্ষ এ বিষয়ে বলেছেন, তিনি সার্জন এবং সংক্রমণ নিয়ন্ত্রণ দলের একটি সভা ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তাঁরা শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।