Thursday, September 19, 2024
দেশ

‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্যকর নিয়ে তোড়জোড় মোদী সরকারের, সমর্থন জানালো আম আদমি পার্টি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এক দেশ এক আইন তথা ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রের মোদী সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোপালের জনসভা থেকে দেশে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর পক্ষে সওয়াল করেন।

এরপরেই আম আদমি পার্টির তরফে ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থনের বার্তা এল। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আপ নেতা সন্দীপ পাঠক জানিয়েছেন, ‘নীতিগতভাবে আম আদমি পার্টি ইউসিসিকে সমর্থন করছে। বিবেচনার সঙ্গে বিষয়টি নিয়ে এগোতে হবে। সমস্ত রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন, সাধারণ মানুষ সকলের সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে হবে। দলগতভাবে, নীতিগতভাবে এটা আমাদের সিদ্ধান্ত।’


মঙ্গলবার মোদী বিরোধীদের বিঁধে বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধির নামে রাজনৈতিক দলগুলো তাদের ভুল ফায়দা তোলার চেষ্টা করছে। ইউসিসির নাম করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। পরিবারের সদস্যের জন্য আলাদা আলাদা আইন হবে কেন? এভাবে কি একটা দেশ চলতে পারে? সংবিধানে নাগরিকদের সমান অধিকারের কথা বলা হয়েছে। সুপ্রিম কোর্ট বারবার বলছে এটা কার্যকর করার কথা।’

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে আপের সঙ্গে বিজেপির নীতিগত মতভেদ রয়েছে। রাজনৈতিক শত্রুতা রয়েছে। তবে সবাইকে অবাক করে দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপিকে সমর্থন জানালো আপ। যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।