Saturday, May 18, 2024
দেশ

‘মেড ইন ইন্ডিয়া’ 5G আনতে হাত মেলানো এয়ারটেল ও টাটা

নয়াদিল্লি: মেড ইন ইন্ডিয়া প্রযুক্তিতে তৈরি তথা স্বদেশী 5G আনতে গাঁটছড়া বাঁধল এয়ারটেল এবং টাটা গ্রুপ। দেশীয় এই দুই সংস্থার যৌথ উদ্যোগে ভারতে ৫-জি নেটওয়ার্কের বিস্তারের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হবে এই ৫-জি নেটওয়ার্ক।

এয়ারটেল এবং টাটা গ্রুপের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে ৫জি নেটওয়ার্ক চালু করতে এয়ারটেল কাজ শুরু করবে। সরকারের নির্দেশিকা মেনে ২০২২ সালের জানুয়ারিতে চালু করা হবে সেই প্রকল্প। ইতিমধ্যে দেশীয় প্রযুক্তিতে O-RAN (ওপেন রেডিয়ো অ্যাক্সেস নেটওয়ার্ক) ভিত্তিক রেডিও এবং NSA/SA Core তৈরি করেছে টাটা গ্রুপের টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘মেড ইন ইন্ডিয়া’ ৫জি নেটওয়ার্কের প্রকল্প পুরোপুরি বিশ্বমানের মাপকাঠি মেনেই শুরু করা হবে। বাণিজ্যিকভাবে এই ৫জি নেটওয়ার্ক প্রকল্পের কার্যকারিতা প্রমাণিত হলে ভারতের সামনে রফতানির বিরাট সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে ভারতী এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও (ভারত এবং দক্ষিণ এশিয়া) ভারতী মিত্তল জানান, ৫জি নেটওয়ার্ক এবং সেই সংক্রান্ত প্রযুক্তির জন্য ভারতকে বিশ্বের হাব গড়ে তোলার জন্য টাটা গ্রুপের সঙ্গে হাত মেলানো হয়েছে। এয়ারটেল অত্যন্ত খুশি। বিশ্বমানের প্রযুক্তি এবং মেধা রয়েছে ভারতে। আমাদের সামনে প্রচুর সুযোগ আছে। এয়ারটেল এবং টাটা গ্রুপ হাত মেলানোর ফলে আগামীদিনে ভারতকে উদ্ভাবন এবং উৎপাদনের ক্ষেত্র আরও প্রশস্ত হবে।

এদিকে, টাটা গ্রুপের তরফে এন গণপতি সুব্রমনিয়াম জানান, নেটওয়ার্কিং জগতের বিস্তার ঘটাত টাটা গোষ্ঠী সর্বদা বিশ্বমানের প্রযুক্তি তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ।