Sunday, May 5, 2024
দেশ

চিনকে জোর ধাক্কা দিল স্যামসাং, বেইজিং থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট নয়ডায় স্থানান্তরিত

নয়ডা: স্যামসাং চিনের বেইজিং থেকে সম্পূর্ণ ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় স্থানান্তরিত করল। নয়ডায় স্যামসাংয়ের ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরির কাজও শেষ। স্রেফ কাজ শুরু করার অপেক্ষা। এর ফলে কর্মসংস্থান বাড়বে। ভারতের যুব সম্প্রদায় সুযোগ পাবে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, রবিবার সংস্থার দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রেসিডেন্ট তথা সিইও কেন কোংয়ের নেতৃত্বে স্যামসাংয়ের একটি প্রতিনিধি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে বৈঠক করেন। বৈঠকে ভারতে শিল্পসংস্থানের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন তাঁরা। উল্লেখ্য, করোনাকালে বিদেশি বিনিয়োগে দেশের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ।

বৈঠকে স্যামসাংয়ের প্রতিনিধি দল জানিয়েছে, ভারতের শিল্ববান্ধব পরিবেশ, বিনিয়োগ বান্ধব নীতির জন্যই বেইজিং থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট সরিয়ে ভারতে নিয়ে আসা হচ্ছে। নয়ডায় ইউনিট তৈরির কাজও শেষ। স্রেফ কাজ শুরুর অপেক্ষা। দ্রুতই কাজ শুরু হবে।

এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বেইজিং থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট নয়ডায় স্থানান্তরিত হওয়ার গোটা বিষয়টিকে মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের সাফল্য বলে দাবি করেছেন। যোগী আদিত্যনাথ জানান, এর ফলে রাজ্যে বেকারের সংখ্যা কমবে। পাশাপাশি, এই ইউনিট কাজ শুরু করলে ভবিষ্যতে উত্তরপ্রদেশে আরও বেশি সংখ্যক শিল্প আসবে।