Sunday, May 19, 2024
Latestদেশ

মেজাজ হারিয়ে নাগরিকত্ব বিলের কপি ছিঁড়ে ফেললেন ওয়াইসি

নয়াদিল্লি: সোমবার লোকসভায় পাস হল নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলের পক্ষে ভোট পড়েছে ২৯৩টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৮২টি। নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে লোকসভায় বিতর্কের মধ্যেই বিলের কপি ছিঁড়ে ফেলেন আসাদুদ্দিন ওয়াইসি।

হায়দরাবাদের AIMIM সাংসদের অভিযোগ, এই বিল ভারতে বিভাজন ঘটাবে। তিনি বলেন, দেশকে ফের টুকরো করতেই এই আইন তৈরি করা হচ্ছে। সংবিধানের প্রস্তাবনা রচনার সময় ভগবানের নামে তা করা হয়নি। তখনকার সঙ্গে এখনকার পার্থক্য দেখুন।


ওয়াইসি বলেন, গান্ধী ‘মহাত্মা’ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ডের বিরোধিতা করার পর। বিলের কপি ছেঁড়ার সময় তিনি বলেন, গান্ধীজি যেমন দক্ষিণ আফ্রিকায় নাগরিকত্ব রেজিস্টার ছিঁড়েছিলেন, সেভাবেই আমিও এই বিল টুকরো টুকরো করছি।

ওয়াইসির এহেন কাজকে সংসদের ‘অপমান’ বলে দাবি করেছেন শাসক দলের সাংসদরা। ওয়াইসি বলেন, এভাবে মুসলিমদের রাষ্ট্রহীন করতে চেয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে মোদী সরকার।