Saturday, May 4, 2024
আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালালেন প্রেসিডেন্ট ঘানি, আশ্রয় নিলেন তাজিকিস্তানে

কাবুল: শনিবার রাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করতে চলেছে তালিবানরা। রবিবার কাবুলে প্রবেশ করে তারা। আত্মসমর্পণ এড়াতে পদত্যাগ করেই প্রেসিডেন্ট আশরাফ ঘানি (Ashraf Ghani) সঙ্গীদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করেন। 

শনিবার রাতেই মাজার-ই-শরিফ এবং রবিবার সকালে জালালাবাদ দখল করে নেয় তালিবানরা। তখনই বোঝা গিয়েছিল রবিবার কাবুল দখল করতে চলেছে তালিবানরা। সেই আশঙ্কা সত্যি করে কাবুল রবিবার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালিবান।

কাবুলে প্রবেশের আগে তালিবান জানিয়ে দেন, কাবুলে যুদ্ধ করতে চায় না তালিবান। আলোচনার মাধ্যমেই ক্ষমতার হস্তান্তর চায় তারা। দ্রুতই হস্তান্তরের দিকে এগোয়। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালিবান প্রধান মোল্লা আবদুল ঘানি বরাদরের সঙ্গে ৪৫ মিনিট বৈঠক করেন ঘানি। এরপর প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন তিনি। তারপর দেশ থেকে পালিয়ে যান।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঘানি তাজিকিস্তানে চলে গেছেন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এর থেকে বেশি বিস্তারিত কিছু বলা হয়নি। নিরাপত্তার কারণে আশরাফ ঘানির সম্পর্কে কিছু জানাননি তারা।

এদিকে জানা গিয়েছে, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন আলি আহমেদ জালালি। সূত্র মারফত খবর, অন্তর্বর্তী সরকার নয়, পুরোপুরি তালিবানি শাসন চাইছেন তালিবান নেতারা।