Monday, April 29, 2024
রাজ্য​

অভ্যেস নেই তাই প্রথমবারেই বিপত্তি! স্বাধীনতা দিবসে উল্টো পতাকা উত্তোলন বিমান বসুর

কলকাতা: ইতিহাসে এই প্রথমবার স্বাধীনতা দিবস উপলক্ষে আলিমুদ্দিন স্ট্রিটে জাতীয় পতাকা উত্তোলন সিপিএম। আর প্রথম বারেই ঘটলো বিপত্তি। সিপিএমের রাজ্য সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে উল্টো জাতীয় পতাকা উত্তোলন করছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিষয়টি নজরে আসতেই বিমান বসুকে থামিয়ে দেন মহম্মদ সেলিম। এরপর সোজা পতাকা উত্তোলন করেন বাম তাঁরা।

উল্লেখ্য, সবাইকে চমকে দিয়ে ৭৫ বছরে এই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করলো সিপিএম। দীর্ঘদিনের প্রথা ভেঙে কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করল সিপিএম। রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করে সিপিএম রাজ্য কমিটি।

জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে দলের সদর দফতরে উপস্থিত ছিলেন বিমান বসু, সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম-সহ একাধিক বাম নেতা। উল্টো পতাকা তুলে বেজায় অস্বস্তিতে সিপিএম রাজ্য নেতৃত্ব। এই বিভ্রাট নিয়ে মুখ খুলতে নারাজ বিমান বসু। জানা গেছে, এবার থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করবে সিপিএম।

এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর উপস্থিত বাম নেতাদের শপথবাক্য পাঠ করান বিমান বসু। তিনি বলেন, আজ ১৫ আগস্ট ২০২১, আমাদের দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। ভারতবাসী হিসেবে শপথগ্রহণ করছি যে, দেশের সার্ব্বভৌমত্ব, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভারতের সংবিধানের মর্মবস্তুকে সুরক্ষিত করতে এবং বিভিন্ন জাতি, ভাষা, সম্প্রদায়ের ঐক্য-সংহতি প্রতিষ্ঠা করে জনগণের অর্জিত অধিকার রক্ষার লড়াই সংগ্রামে যে কোনও ধরনের আত্মত্যাগ করতে প্রস্তুত থাকব।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা অর্জনের পর থেকে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল-সহ দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল স্বাধীনতা দিবস পালন করে আসছে। তবে বামেরা কখনও সেই পথে হাঁটেনি। কোনও বাম নেতা দেশের জাতীয় পতাকা উত্তোলন করেননি। কিন্তু এবার তার ব্যতিক্রম হলো।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিস্থিতি বদলেছে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতা হারিয়েছে বামেরা। তার ১০ বছর পর ২০২১ সালের বিধানসভা ভোটে খাতা খুলতে পারিনি তাঁরা। তাই এই পরিস্থিতি থেকে উঠে আসতে ‘কৌশল’ অবলম্বন করছে তাঁরা।