Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০৫৩

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তানে শনিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে নিহত কমপক্ষে ২০৫৩ জন। আহত হয়েছেন ৯ হাজারেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এটি আফগানিস্তানে বহু বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প। আফগান রেডক্রিসেন্টের মুখপাত্র জানিয়েছেন, ‘শনিবার রাতে মৃতের সংখ্যা ১৬ বলে জানানো হয়েছিল। রবিবার সকালে তা বেড়ে দাঁড়ায় ৫০০তে। পরে সংখ্যা নাটকীয়ভাবে দ্রুত বেড়ে ২ হাজার অতিক্রম করেছে।’

আফগানিস্তানের হেরাত শহরের ৩৫ কিলোমিটার উত্তরপশ্চিমে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। 

দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সায়েক রয়টার্সকে বলেছেন, ২০৫৩ জন মারা গেছে, ৯,২৪০ জন আহত এবং ১৩২৯ টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু।