Monday, January 13, 2025
কলকাতা

ফিরহাদ হাকিমের পর মদন মিত্রের বাড়িতে হানা দিল সিবিআই

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার সাত সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল সিবিআই। জানা গেছে, পুর নিয়োগ দুর্নীতি মামলার (West Bengal Municipal Recruitment Scam) তদন্তে সিবিআই এই হানা দিয়েছে। এবার মদন মিত্রের (Madan Mitra) বাড়িতেও হানা দিল সিবিআই (CBI)। 

রবিবার সকালেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একটি দিল। 

সিবিআই সূত্রে খবর, এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন মদন মিত্র। মদনের দক্ষিণেশ্বরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআইয়ের তিন সদস্যের একটি দল। সেখানেও চলছে তল্লাশি।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মদন মিত্রের বাড়ির বাইরেও কেন্দ্রীয় সশস্ত্র জওয়ানদের মোতায়েন করা হয়েছে।