Monday, June 16, 2025
Latestদেশ

মোদীজিই সঠিক, দেশজুড়ে এখনই এনআরসি নয়: অমিত শাহ

নয়াদিল্লি: গোটা দেশে এখনই জাতীয় নাগরিক পঞ্জি (NRC) বা এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি, এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, এটা নিয়ে বিতর্কের কোনও প্রয়োজন নেই, যেহেতু এটা নিয়ে এখনই কোনও আলোচনা হয়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সঠিক কথা বলেছেন, মন্ত্রিসভা বা সংসদ, কোথাও এটা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি।

এর আগে রবিবার দিল্লির জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের ১৩০ কোটি মানুষকে আমি জানাতে চাই, ২০১৪ সালে আমার সরকার ক্ষমতায় আসা থেকে এনআরসি নিয়ে কোথাও কোনও আলোচনা হয়নি। শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশের পর, অসমে এনআরসি করা হয়েছে।

অমিত শাহ বলেন, এনআরসি নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে। বিজেপি বিরোধীরা বলেছেন, দেশজুড়ে অনেক খরচে এনআরসি করা হবে, তবে আমি আপনাদের বলতে চাই, যা হওয়া নয়, কেন তার পিছনে আপনারা মানসিক শক্তি নষ্ট করছেন?


অমিত শাহ আরও বলেন, এনআরসি এবং জাতীয় জনসংখ্যাপঞ্জীর মধ্যে কোনও যোগ নেই। তিনি বলেন, এনপিআর ইউপিএ আমলেই স্থির করা হয়েছিল। দরিদ্র মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এনপিআর প্রয়োজন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার জন্য জাতীয় জনসংখ্যাপঞ্জী তৈরি করা হয়। তাঁর কথায়, যারা এটার বিরোধিতা করছে, তারা গরীব মানুষের ক্ষতি করছে।