পর্দানশীন নারীদের জন্য ছবি ছাড়া শুধু আঙুলের ছাপে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দাবি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার পর্দানশীন নারীদের জন্য মুখের ছবি না নিয়ে শুধু ফিঙ্গার প্রিন্টের (আঙুলের ছাপ) ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশের মহিলা আনজুমান দরবার শরীফ রাজারবাগ। ১৯ জুন এই দাবি জানান মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন।
এই প্রসঙ্গে লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন, “হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছিনা। বাংলাদেশের ধর্মান্ধরা দেশটার সর্বনাশ করেছে জানতাম, কিন্তু এতটা করেছে জানতাম না।”
‘পরিচয় নিবন্ধন আইন ২০২৩’ এ এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবি জানায় মহিলা আনজুমান দরবার শরীফ রাজারবাগ। এছাড়া ছয় দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে। তাই মহিলা আনজুমান আশাবাদী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্দানশীন নারীদের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে দেখবে এবং তাদের ধর্মীয় অধিকার অক্ষুণ্ন রেখেই এনআইডি সুবিধা প্রদান করবে।