Monday, May 20, 2024
Latestরাজ্য​

বিশ্বমঞ্চে বাঙালিয়ানা, ধুতি-পাঞ্জাবি পরে নোবেল পুরস্কার নিলেন অভিজিৎ, শাড়িতে এস্থার

স্টকহোম: অর্থনীতিতে দারিদ্র দূরীকরণে নোবেল পুরস্কার পেলেন কলকাতার ছেলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিতে নোবেল পেলেন তাঁর স্ত্রী এস্থার ডুফলোও। নোবেল পুরস্কার মঞ্চেও দম্পতিকে দেখা গেল একেবারে অন্যরূপে। ঐতিহ্যপূর্ণ বাঙালি সাজে ধুতি-পাঞ্জাবিতে অভিজিৎ ও শাড়িতে এস্থার সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের কাছ থেকে নোবেল পুরস্কার গ্রহণ করেন।

ভারতীয় সময় তখন রাত ১০টা ছুঁই-ছুঁই। সুইডিশ নোবেল কমিটি অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য অভিজিতের নাম ঘোষণা করেন। এগিয়ে যান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর পরনে তখন হলুদ পাড়ের সাদা ধুতি-পাঞ্জাবি, সঙ্গে কালো কোট। তাঁর হাতে নোবেল পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা।


স্বামী অভিজিতের পরেই ডাক পড়ে অর্থনীতিবিদ এস্থার ডুফলোর। বাঙালি সাজে নীল শাড়ি পড়ে নোবেল পুরস্কার মঞ্চে যান  এস্থার। তারপরে পুরস্কার গ্রহণ করেন আরেক নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার।

প্রসঙ্গত, নোবেল পুরস্কার গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। সাদা জামা ও কালো স্যুট পরে তবেই মেডেল গ্রহণ করতে হয় প্রাপকদের। কিন্তু, মাদার টেরিজার পর সেই রীতি ভাঙলেন ২০১৯ সালের ১০ ডিসেম্বর অর্থনীতিতে নোবেলজয়ী দম্পতি অভিজিৎ ও এস্থার। ধুতি-শাড়িতে নোবেল গ্রহণ করলেন দম্পতি। এর জন্য আগে থেকেই নোবেল কমিটির কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েছিলেন তাঁরা।