Wednesday, May 8, 2024
Latestদেশ

পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যা ২০ শতাংশ কমেছে: অমিত শাহ

নয়াদিল্লি: সোমবার লোকসভায় ৩১১-৮০ ভোটের ব্যবধানে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। এবার রাজ্যসভার পাশ হওয়ার পালা। বুধবার বিল পেশের সময় অমিত শাহ বলেন, পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘুদের সংখ্যা ২০ শতাংশ কমেছে। হয় তাঁরা খুন হয়েছেন, নয়তো তাঁদের জোর করে ধর্মান্তরিত করা হয়েছে।

রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রতিবেশী দেশগুলিতে সংখ্যালঘু হিসাবে বছরের পর বছর অত্যাচার সহ্য করার পর, যাঁরা ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের সম্মানজনক জীবনযাপন করার সুযোগ দিতেই এই বিল। এই বিল তাঁদেরকে আশা যোগাবে যাঁরা নারকীয় পরিস্থিতিতে জীবন কাটাচ্ছেন।

অমিত শাহ বলেন, খুন কিংবা জোর করে ধর্মান্তরিত ছাড়াও সংখ্যালঘুদের অনেকেই ভারতে এসে আশ্রয় নিয়েছেন। নিজেদের প্রাণ বাঁচাতে নয়তো ধর্ম রক্ষা করতে তাঁরা এদেশে চলে এসেছেন।

অমিত শাহ আরও বলেন, নির্বাচনী ইস্তাহারে এই বিল নিয়ে তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর তারপরই তাঁরা দ্বিতীয়বার বিপুল ভোটে ক্ষমতায় আসেন। দ্বিতীয় মোদী সরকারের কাছে এই বিল নিয়ে মানুষের সমর্থন রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, লোকসভার পর রাজ্যসভায় এই বিল পাশ হলে এটি আইনে পরিণত হবে। আর সেটি হলে, এটিই দেশের প্রথম বিল হবে যেখানে ধর্মের ভিত্তিতে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।