Thursday, September 19, 2024
দেশ

আরও ৫ টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরও ৫ টি বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঁচটির মধ‍্যে দুটি বন্দে ভারত চলবে মধ‍্যপ্রদেশে। একটি রানি কমলাপতি (ভোপাল)-জবলপুর বন্দে ভারত এক্সপ্রেস, দ্বিতীয়টি খাজুরাহো-ভোপাল-ইনদওর বন্দে ভারত এক্সপ্রেস। বাকি তিনটি হল মারগাওঁ (গোয়া)-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস, ধারওয়াড়-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস, হাতিয়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।

এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেল গোয়া। মারগাওঁ (গোয়া)-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে গোয়ার মারগাঁও স্টেশন পর্যন্ত চলবে।

জানা গেছে, মূলত পর্যটনের কথা মাথায় রেখে এই পাঁচটি বন্দে ভারত চালু করা হয়েছে। এর ফলে দেশের পর্যটনের আরও বিকাশ হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।