দীপাবলিতে স্কুল ছুটির ঘোষণা নিউ ইয়র্কে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নিউ ইয়র্কেও দীপাবলিতে ছুটি কাটাতে পারবে স্কুল পড়ুয়ারা। আলোর উৎসব দীপাবলিতে এবার স্কুল ছুটি থাকবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
হাজার হাজার নিউ ইয়র্কবাসী প্রতি বছর দীপাবলি উদযাপন করে। আইন প্রণেতারা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্কুল ব্যবস্থায় ছুটির দিন হিসাবে এটিকে মনোনীত করে আইন প্রণয়নের পরে এই ঘোষণা করা হলো।
মেয়র টুইটে লিখেছেন, ‘দীপাবলিকে স্কুল ছুটিতে পরিণত করার লড়াইয়ে অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং সম্প্রদায়ের নেতাদের সাথে দাঁড়াতে পেরে আমি খুব গর্বিত। আমি জানি এটি বছরের একটু শুরু, কিন্তু: শুভ দীপাবলি!’
I’m so proud to have stood with Assemblymember @JeniferRajkumar and community leaders in the fight to make #Diwali a school holiday.
I know it’s a little early in the year, but: Shubh Diwali! pic.twitter.com/WD2dvTrpX3
— Mayor Eric Adams (@NYCMayor) June 26, 2023
মেয়র বলেন, আমি আত্মবিশ্বাসী যে গভর্নর ক্যাথি হচুল এই বিলে স্বাক্ষর করবেন।
এই ঘোষণার পর, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য, জেনিফার রাজকুমার টুইটে লিখেছেন, “আজকে সিটি হলে নিউ ইয়র্কের মেয়রের সাথে আমার প্রেস কনফারেন্স। মেয়র এরিক অ্যাডামস-এর সাথে দীপাবলিকে স্কুল হলিডে করার লড়াইয়ে নেতৃত্ব দিতে পেরে এবং জয়ী হতে পেরে আমি গর্বিত।”
মেয়র এরিক অ্যাডামস মুহূর্তটিকে উল্লেখযোগ্য জয় বলে অভিহিত করেছেন। দীপাবলি এই বছর ১২ নভেম্বর রবিবার পালন করা হবে, তাই এটি ২০২৪ সালে প্রথমবারের মতো স্কুল থেকে ছুটির দিন হবে।