Wednesday, May 1, 2024
দেশ

দেশে করোনায় মোট মৃত্যুর প্রায় ৬৫% এই তিন রাজ্য থেকে

নয়াদিল্লি: দেশে করোনার সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক মৃত্যু সংখ্যা কমার কোনও লক্ষণ নেই। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৪৬০ জন। শনিবার আক্রান্ত হয়েছিল ১ লাখ ২০ হাজার ৫২৯ জন। শনিবার মৃত্যু হয়েছিল ৩ হাজার ৩৮০ জনের। রবিবার মানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে।

দেশের দৈনিক মৃত্যুর চার ভাগের তিন ভাগ মাত্র ৬টি রাজ্য থেকে। ৬৫ শতাংশ মাত্র ৩ টি রাজ্য থেকে। শনিবার মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭৭ জনের। কর্ণাটকে মারা গিয়েছেন ৩৬৪ জন এবং তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৪৬৩ জনের। শনিবার এই তিন রাজ্য থেকে মৃত্যু হয়েছে ২ হাজার ২০৪ জনের। অর্থাৎ শনিবার দৈনিক মৃত্যুর প্রায় ৬৫ শতাংশ হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটক থেকে।

মৃত্যুর নিরিখে মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কর্ণাটকের পরেই রয়েছে কেরল, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এই তিন রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা একশোর বেশি। শনিবার মারা গিয়েছেন কেরলে ১৩৫ জন, উত্তরপ্রদেশে ১৩৬ জন এবং পশ্চিমবঙ্গে ১১৩ জন। অর্থাৎ এই ৬ রাজ্য থেকেই শনিবার মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮৮ জনের। যা দেশের শনিবারের দৈনিক মৃত্যুর প্রায় ৭৬ শতাংশ মতো।

এছাড়া অন্ধ্রপ্রদেশ (৮৩), পাঞ্জাব (৮৭), হরিয়ানায় (৭৩) দৈনিক মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য। উত্তরাখণ্ড (৫৮), অসম (৫৪), মধ্যপ্রদেশ (৫০), রাজধানী দিল্লি (৫০), রাজস্থানে (৪০) দৈনিক মৃত্যু সংখ্যা থাকছে পঞ্চাশের আশপাশে।