Wednesday, May 1, 2024
রাজ্য​

করোনার তৃতীয় ঢেউ? উত্তর দিনাজপুরের সরকারি হোমে আক্রান্ত ২৩ কিশোর

উত্তর দিনাজপুর: দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও করোনার তৃতীয় ধাক্কার আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তৃতীয় ঢেউয়ে শিশু-কিশোরদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ(Kaliaganj) ব্লকের কুনোর-এ সিএনপিসি সরকারি বয়েজ হোমে করোনা আক্রান্ত ২৩ কিশোর।

ওই আবাসিক হোমটি চালায় ভারত সেবাশ্রম সংঘ। এই ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য দফতর। তবে এই ঘটনায় নিয়ে কোনও স্বাস্থ্য আধিকারিক এখনও প্রতিক্রিয়া জানাননি। জানা গেছে, কয়েক দিন আগে ওই হোমের দুই কিশোরের করোনার উপসর্গ দেখা যায়। কোভিড পরীক্ষা করার পরে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে বাকিদেরও পরীক্ষা করলে আরও ২১ জনের রিপোর্ট পজিটিভ আছে।

সংঘ সূত্রে খবর, জেলা স্বাস্থ্য দফতর এবং স্থানীয় ব্লক প্রশাসনের তরফে আবাসিকদের পরিচর্যা ও চিকিৎসার ব্যবস্থা শুরু করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের কুনোর শাখার অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ বলেন, এই হোমে ১৮ বছরের কম বয়সীরা থাকে। ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর অন্য আবাসিকদের পরীক্ষা করা হয়। তাতে ২১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্তদের বাড়তি দেখাশোনার ব্যবস্থা করা হয়েছে।

আক্রান্তরা আইসোলেশনে রয়েছে। অধিকাংশই কিশোরই সুস্থ আছে। দু’জনের সামান্য জ্বর রয়েছে। হোমেই তাদের চিকিৎসা চলছে। স্থানীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং ব্লক স্বাস্থ্য দফতর তাদের দিকে নজর রাখছেন। ছবি- Zee 24 Ghanta