Tuesday, May 14, 2024
দেশ

ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার, শ্রীনগরে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের জাদিবাল এলাকায় নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম তিন সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, একটি বাড়িতে লুকিয়ে ছিল ওই জঙ্গিরা।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে রবিবার সকালে যৌথ বাহিনী শ্রীনগরের জাদিবাল এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।

জানা গিয়েছে, ওই জঙ্গিরা চলতি বছরে রমজানের সময়, ২০ মে দুই বিএসএফ জওয়ানকে খুন করেছিল। কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) বিজয় কুমার বলেন, খবর পেয়ে ওই অঞ্চলে পৌঁছে জঙ্গিদের আমরা আত্মসমর্পণ করতে বলি এবং তাদের বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু সেই নির্দেশ অমান্য করে জঙ্গিরা।

একটি বাড়ির ভেতর লুকিয়ে থাকা ওই তিন সন্ত্রাসবাদীরা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। পালটা গুলি চালান জওয়ানরাও। এরপরই দু’পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গুলিবিনিময়। সংঘর্ষে খতম হয় তিন জঙ্গি।

উল্লেখ্য, শনিবারই জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম এক সন্ত্রাসবাদী। সোপিয়ান ও কুলগামের সীমানা এলাকা লারকিপোরার বাগান চত্বরে সন্ত্রাসবাদীরা জড়ো হয়েছিল। খবর পেয়ে সেনার ৩৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফ ও পুলিশের যৌথ একটি টিম সেখানে অভিযান চালায়। এনকাউন্টারে নিহত হয় এক জঙ্গি।