Saturday, May 4, 2024
দেশ

কর্ণাটকে তৈরি হচ্ছে ২১৫ মিটারের হনুমান মূর্তি

বেঙ্গালুরু: গত ৫ আগস্ট দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় মহা সমারোহে রাম মন্দিরের ভূমিপূজা সম্পন্ন করা হল। রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই উত্তরপ্রদেশের যোগী সরকার ঘোষণা দিয়েছিল, বরহাটা গ্রামে নির্মাণ করা হবে দুনিয়ার সবচেয়ে বড় রাম মূর্তি। এবার হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ঘোষণা দিল, অযোধ্যায় রামের যেমন মূর্তি হবে, তেমনই হাম্পিতেও হবে হনুমানের আকাশছোঁয়া মূর্তি।

হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কর্ণাটকের হাম্পিতে তৈরি করবে ২১৫ মিটার উচ্চতার হনুমান মূর্তি। কিষ্কিন্ধ্যায় হনুমানের জন্মস্থলে মূর্তিটি বানাতে আনুমানিক খরচ হবে ১,২০০ কোটি টাকা। আগামী ৬ বছরের মধ্যেই তৈরি করা হবে এই হনুমান মূর্তি।

হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, রামের মূর্তির চেয়ে ৬ মিটার কম হবে হনুমান মূর্তির উচ্চতা। কারণ ভক্তের মূর্তি ভগবানের থেকে উঁচু হতে পারে না। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, হাম্পিতে হনুমান মূর্তির উচ্চতা হবে ২১৫ মিটার। আর অযোধ্যায় রামের মূর্তি ২২১ মিটার উঁচু হওয়ার কথা।

পুরাণ মতে, বানর রাজ সুগ্রীবের রাজত্ব ছিল হাম্পির কাছে কিষ্কিন্ধ্যায়। হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধু গোবিন্দনন্দ সরস্বতী স্বামী জানান, বর্তমানে অঞ্জনাদ্রি পাহাড়ের চূড়ায় রয়েছে হনুমানের মূর্তি। কিন্তু পাহাড় চূড়ায় উঠতে ভক্তদের ৫৫০টি সিঁড়ি টপকাতে হয়। তাই আমরা এবার এমনভাবে হনুমানের মূর্তি তৈরি করব যার কাছে সহজেই সকল ভক্তগণ পৌঁছতে পারে।