Saturday, May 18, 2024
দেশ

রাম মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হবে, হুমকি ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতির

নয়াদিল্লি: ৫ আগস্ট মহা ধুমধামে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো করা হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপিত হয়েছে। রাম মন্দিরের তৈরির শুভ সূচনা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মন্দির ভেঙে মসজিদ গড়ার হুমকি এল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের তরফে।

বুধবার ভূমিপুজোর দিনই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফে জানানো হয়েছিল, মসজিদ ছিল, আছে, থাকবে। রামের মূর্তি বসিয়ে দিলেই মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা যায় না।

এবার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান সাজিদ রশিদি প্রকাশ্যে হুমকি দিলেন। তিনি বলেন, অযোধ্যার রাম মন্দির ভেঙে ভবিষ্যতে মসজিদ তৈরি করা হবে। সাজিদ রশিদির দাবি, বিতর্কিত ওই জমিতে কোনওদিনই মন্দির ছিল না। তাই মন্দির ভেঙে বাবরি মসজিদ গড়ার কোনও প্রশ্নই ওঠে না। ওই জমিতে মসজিদ ছিল। আর মসজিদ ভেঙেই মন্দির হয়েছে। তাই এবার মসজিদ তৈরির জন্য মন্দির ভাঙা হবে।

একই সুর হায়দরাবাদের সাংসদ ও এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসির গলায়ও। ওয়াইসি বলেন, অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নিয়ে সংবিধানকে অমান্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবিধানিক রীতি লঙ্ঘন করেছেন তিনি।