Tuesday, May 21, 2024
রাজ্য​

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ১৫০ হেভিওয়েট নেতা

কলকাতা: রবিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভার অন্তর্গত দ্বারিবেরিয়াতে জনসভা করলেন শুভেন্দু অধিকারী। এদিনের সভাতে ঘাসফুল শিবিরে বড়সড় ধস নামিয়ে দিলেন তিনি। জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়ের প্রধান, ব্লক সভাপতি সহ প্রায় ১৫০ জন হেভিওয়েট তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিলেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখালেন।

এদিন দুপুর দুটোর দিকে দ্বারিবেরিয়াতে জনসভা করে বিজেপি। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয়। রাজনৈতিক মহলের মতে, গত লোকসভা ভোটের পর থেকে তৃণমূলে ভাঙন অব্যাহত। সেই ভাঙন আরও ব্যাপক আকার ধারণ করেছে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরে। শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসন্ন বিধানসভা ভোটের আগে যা চাপে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দলকে।

প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিনই কাঁথির জনসভা থেকে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। সেই বিজেপিতে যোগ দিয়েছেন পুরসভার আরও ১৫ বিদায়ী কাউন্সিলর ও নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক ফিরোজা বিবি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, ক্ষমতা থাকলে নিজের বাড়িতে পদ্ম ফোটান। সেই চ্যালেঞ্জের পাল্টা শুভেন্দু বলেন, এখনও তো বাসন্তী পুজো হয়নি। রামনবমীও আসেনি। রামনবমীটা আসতে দিন। শুধু আমার বাড়ি কেন, হরিশ চ্যাটার্জী স্ট্রীটেও পদ্ম ফোটাব। এর তিনদিনের মধ্যেই ভাই সৌমেন্দু যোগ দিলেন বিজেপিতে।