Tuesday, November 18, 2025
আন্তর্জাতিক

‘ইসলামিক দেশে মন্দির কেন?’, পাকিস্তানে মন্দির ধ্বংসের ঘটনাকে সমর্থন জাকির নায়েকের

কুয়ালালামপুর: সন্ত্রাসে উসকানি দেওয়ায় অভিযুক্ত ইসলামিক ধর্মপ্রচারক জাকির নায়েক (Zakir Naik) একটি ভিডিওবার্তা প্রকাশ করে পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংসের ঘটনাকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, যে কোনও ইসলামিক দেশে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলার একটি হিন্দু মন্দির ভেঙে আগুন ধরিয়ে দেয় ইসলামী মৌলবাদীরা।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এখনও অবধি ৩০ জনকে গ্রেফতার করেছে পাক পুলিশ। ভারতের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এই নিয়ে টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংসের ঘটনাকে সমর্থন জানালেন জাকির নায়েক।

জানা যায়, পাকিস্তানের সুন্নি দেওবান্দি রাজনৈতিক দল উলেমা-ই-ইসলাম-ফজলের (JUI-F) ধর্মীয় নেতাদের উস্কানিমূলক বাসন শুনেই একদল ধর্মান্ধ মানুষ ওই মন্দিরে হামলা চালায়। উল্লাস করতে করতে ভেঙে ফেলে মন্দির। মন্দিরের ভেতরে থাকা বিভিন্ন দেবদেবীর মূর্তি রাস্তায় ফেলে দেয়। আগুন লাগিয়ে দেয় ওই মন্দিরে।

শুক্রবার ভারত হিন্দু মন্দির ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পাকিস্তানের কাছে প্রতিবাদ জানায়। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়। চাপে পড়ে মন্দিরটি সরকারি অর্থে গড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে পাক প্রশাসন। এর মধ্যেই জাকির নায়েকের এহেন বিদ্বেষপূর্ণ মন্তব্যে চাঞ্চল্য শুরু হয়েছে। তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে ভারত। উল্লেখ্য, জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন।

তবে এবার এই প্রথম নয় এর আগেও তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ উঠেছে। গত জুলাইয়ে তিনি বলেন, শরিয়ত আইন অনুযায়ী ইসলামিক দেশে অমুসলিমদের প্রার্থনার জায়গা তৈরিতে অনুদান দেওয়া হারাম। সমস্ত মুসলিম গবেষক, ইমাম ও উলেমা এই বিষয়ে একমত বলেই বিভিন্ন ফতোয়া রয়েছে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।