Wednesday, May 15, 2024
দেশ

কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৩, ২ লাখ করে ক্ষতিপূরণ ঘোষণা মোদীর

ভিরার: মহারাষ্ট্রের ভিরারের একটি কোভিড হাসপাতালে (Covid hospital in Virar) ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাত ৩ টে ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই রোগী ছিলেন কি না, তা এখনও জানা যায়নি। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার বা চিকিৎসা কর্মী ছিলেন না। অথচ হাসপাতালে মোট ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আইসিউতে ছিলেন ১৭ জন রোগী। ছিলেন তাঁদের মধ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

প্রত্যক্ষদর্শী অবিনাশ পাটিল বলেন, ওই হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা বিকল ছিল। ওয়াটার স্প্রিংকলার কাজ করছিল না। ঘটনার সময় কোনও চিকিৎসক হাসপাতালে ছিলেন না। শুধু দু’জন নার্স তখন হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন।  আইসিউতে আগুন লাগে। রোগীদের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে দেখেছি।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেছেন, কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের সুস্থতা কামনা করি। মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।