Thursday, November 13, 2025
রাজ্য​

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১১ হাজার ৯৪৮ জন, মৃত্যু ৫৬ জনের

কলকাতা: রাজ্যে ভয়াবহ রূপ নিচ্ছে মারণ করোনাভাইরাস। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যায় নয়া নয়া রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১,৯৪৮ জন এবং মারা গিয়েছেন ৫৬ জন। পাশাপাশি, কমেছে সুস্থতার হারও। বর্তমানে সুস্থতার হার ৮৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় নয়া রেকর্ড গড়লেও রাজ্যে বিধানসভা ভোট করুন অব্যাহত। আট দফার ভোটের বৃহস্পতিবার ষষ্ঠ দফা ভোট ছিল। একদিকে মৃত্যু মিছিল অন্যদিকে ভোটগ্রহণ নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ দেখা যায়। সেই দাবিকে কিছুটা হলেও মেনে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রোড শো এবং বড় জনসভা (৫০০ জনের অধিক) নিষিদ্ধ ঘোষণা করলো নির্বাচন কমিশন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এটি বিশ্বে এখনও অবধি সর্বকালীন রেকর্ড। এছাড়া একদিনে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।