Thursday, May 16, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের ফরিদপুরের আলফাডাঙ্গায় মূর্তি ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত ১৫ ডিসেম্বর রাতে বাংলাদেশের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী বিষ্ণু পাগলের আশ্রম, কেন্দ্রীয় শ্রী হরি মন্দির ও শ্রী শ্রী দামোদার আখড়া এই তিনটি মন্দিরের প্রতিমা একরাতে ভাঙ্গা হয়।

ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক প্রবীর সিকদার তার ফেসবুক পোস্টে ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করে পোস্ট করেছেন।

অন্যদিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও ফরিদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ড: যশোদা জীবন দেবনাথ সিআইপি তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ওই তিনটি মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। দুঃখজনক হলে সত্য যে স্থানীয় কোন অনলাইন নিউজ পোর্টাল বা জাতীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে এ ঘটনার কোন খবর আসেনি।