Friday, May 3, 2024
কলকাতা

তৃণমূলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়া হোক, নির্বাচন কমিশনের কাছে আবেদন শুভেন্দুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার উত্তর-পূর্বের তিন রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে। নির্বাচনে ত্রিপুরা এবং মেঘালয়ে ভরাডুবি হয়েছে তৃণমূলের। এরপরেই নির্বাচন কমিশনের দারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ার আবেদন জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে।

উল্লেখ্য, এই মুহূর্তে দেশের ৮টি দলের কাছে সর্বভারতীয় তকমা রয়েছে। দলগুলি হলো- বিজেপি, বহুজন সমাজ পার্টি (BSP), তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ভারতীয় কমিউনিস্ট পার্টি (CPI), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (CPIM), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP) এবং ন্যাশনাল পিপলস পার্টি (NPP)।