Saturday, April 20, 2024
Latestরাজ্য​

কাঁধে অনেক বড় দায়িত্ব, টোটো চালিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যায় কোলাঘাটের দেবশ্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একেই বলে জীবন যুদ্ধ! বাবার অসুস্থতা, পরিবারের অর্থাভাবে টোটো চালানোকে পেশা হিসেবে বেছে নেয় কোলাঘাটের দেবশ্রী খাঁড়া। সে কোলাঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে। টোটো চালিয়েই মাধ্যমিক পরীক্ষা দিতে যায় সে।

পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে সিট পড়েছে দেবশ্রীর। দেবশ্রী জানায়, ‘সময়ে পৌছানোর তাড়া থাকায় পরীক্ষা দিতে যাওয়ার সময় যাত্রী তোলে না সে। তবে ফেরার সময় যাত্রী পেলেই তুলে নেয় টোটোতে।’

টোটো চালাতে গিয়েই কয়েক বছর আগে এক দুর্ঘটনায় পায়ে চোট পান দেবশ্রীর বাবা। পায়ে প্লেট বসানো হয়েছে তাঁর। দুর্ঘটনার পর থেকে আর টোটো চালাতে পারেন না তিনি। পরিবারের হাল ধরতে তাই টোটো চালানোকেই পেশা হিসেবে বেছে নেন দেবশ্রী।

দেবশ্রী জানায়, ‘রাতে পড়াশোনা করে দিনে টোটো চালায় সে। ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে চায় সে।’

দেবশ্রীর এই কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন তার আত্মীয় ও শিক্ষকেরাও।