Friday, May 17, 2024
কলকাতা

‘বেতন না দিতে পারলে, চেয়ার ছেড়ে দিন’, ফিরহাদকে পাল্টা DA আন্দোলনকারীদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ডিএ আন্দোলনকারীদের নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধাননগর পুরসভার একটি অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ মন্তব্য করেন, ‘না পোষালে রাজ্য সরকারি কর্মীরা যেন চাকরি ছেড়ে কেন্দ্রের চাকরি করেন।’ এবার ডিএ আন্দোলনকারীরা ফিরহাদকে পাল্টা জবাব দিলেন।

আন্দোলনকারীদের একজনকে বলতে শোনা যায়, ‘ফিরহাদ হাকিম আপনি যদি বেতন না দিতে পারেন, তাহলে চেয়ার ছেড়ে দিন। কর্মচারীরা ৬০ বছর পর্যন্ত মাথা উঁচু করে থাকবে। আপনার মতো ৫ বছর পরপর নিজের কুর্সি বাঁচানোর জন্য হাতজোড় করে জনগণের কাছে ভিক্ষা চাইতে যাবে না। তাই যত এরকম বাজে কথা বলবেন, এ আন্দোলন তত আরও তীব্র হবে। আপনি পাপে আকণ্ঠ পরিপূর্ণ। তাই আপনাকে আদালতে যেতে হয়। কোনও কর্মচারীকে কোর্টে যেতে হয় না।’