Saturday, May 4, 2024
আন্তর্জাতিক

‘চুম্বন’ পড়ার পর মেয়েরা বোরখা ফেলে দিয়ে মানুষ হতে পারলে সার্থক হতাম: তসলিমা নাসরিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মেয়েদের হিজাব পরা নিয়ে আক্ষেপ করলেন লেখিকা তসলিমা নাসরিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “ঢাকার বইমেলায় আমার গল্পগ্রন্থ ‘চুম্বন’ পড়ছে এরা। পড়ার পর বোরখা ফেলে দিয়ে যদি মানুষ হতে পারতো, তাহলেই সার্থক হতাম।”

কয়েকদিন আগে লেখিকা লিখেছিলেন, “বাংলাদেশের ক খ গ ঘদের মধ্যে  হিজাব বোরখা পরার ধুম লেগেছে। কিন্তু একসময় যাদের খুব অত্যাধুনিক ভাবতাম, তাদের যদি দেখি হিজাব পরা, চমকে উঠি। যেদিন নায়িকা শাবানা, ববিতা, সুচন্দা হিজাব ধরলেন, চমকে উঠেছিলাম। যেদিন স্টাইলিশ শাহনাজ রহমতুল্লাহ হিজাব পরলেন এবং গান ছেড়ে দিলেন, খুব কষ্ট পেয়েছিলাম। সেদিন ফেসবুকে দেখি, সাদা হিজাব পরা একসময়ের আল্ট্রামডার্ন  শম্পা রেজাকে। বিশ্বাস হচ্ছিল না এ সেই শম্পা রেজা, যাকে কিশোর-বয়সে মুগ্ধ চোখে দেখতাম।”