Tuesday, April 23, 2024
বলিউড

‘দেশের চেয়ে শিল্প বড় নয়’, পাকিস্তানি সিনেমায় কাজ করার প্রসঙ্গে বললেন রণবীর কাপুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২২ সালের ডিসেম্বরে ‘রেড সি ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর মঞ্চে পাকিস্তানি ছবিতে কাজের ইচ্ছেপ্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। বলেলেন শিল্পীদের কোনও দেশ হয় না। মিলেমিশে থাকা এবং শৈল্পিক আদানপ্রদান সমৃদ্ধির মূল শর্ত। তবে এবার নিজের অবস্থান বদল করলেন রণবীর।

সম্প্রতি রণবীর জানান, ‘আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। কোনও ভাবেই বিতর্কের কারণ হতে চাননি। আমি যে চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম সেখানে অনেক পাকিস্তানি ছবি পরিচালক ছিলেন। তাঁরা যখন জিজ্ঞাসা করলেন, ভালো চিত্রনাট্য পাওয়ার পরেও কি আমি সে দেশে কাজ করতে চাইব না? জবাবে আমি কাজ করার ইচ্ছে প্রকাশ করি।’

রণবীর বলেন, ‘আমার মনে হয় না আমার মন্তব্যে বিরাট বড় কোনও বিতর্ক হয়েছে। তবে আমার কাছে ফিল্ম হল ফিল্ম, আর শিল্প হল শিল্প। অ্যায় দিল হ্যায় মুশকিলে ফাওয়াদের সঙ্গে কাজ করেছি। রাহাত ফতেহ আলি খান এবং আতিফ আসলামের মতো গায়করা হিন্দি ছবিতে নিজেদের অবদান রেখেছেন। সুতরাং সিনেমা হল সিনেমা এবং আমি মনে করি না সিনেমা সীমানা দেখে হতে পারে। আপনাকে শিল্পকে সম্মান করতে হবে, তবে একইসঙ্গে মনে রাখতে হবে শিল্প কোনওদিনই দেশের চেয়ে বড় নয়।’