Monday, May 13, 2024
দেশ

এখনও মিশন অসম্পূর্ণ, বিজেপিকে টানা ৩০ বছর ক্ষমতায় থাকতেই হবে: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তিন তালাক বাতিল, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। তবে এখনও আরও অনেকগুলো কাজ বাকি। ৫-১০ বছরে সব কাজ করা সম্ভব নয়, তার জন্য বিজেপির টানা ৩০ বছর ক্ষমতায় থাকা চাই। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুণেতে নরেন্দ্র মোদীর উপর লেখা একটি বইয়ের মারাঠা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


অমিত শাহ বলেন, “৩৭০ ধারার বাতিলের কথা কেউ ভাবতে পারেনি, আমরা করে দেখিয়েছি। তিন তালাক প্রথা বাতিল করেছি। দেশে সিএএ-র প্রণয়ন হোক, কেউ চায়নি। বিজেপি সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা ভাবছে, কেউ মানেনি। সকল ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মেনে কাজ হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তবে বিজেপির মিশন এখনও অসম্পূর্ণ। ৫-১০ বছরে ভারতের মহান দেশ হয়ে ওঠার প্রক্রিয়া সম্পূর্ণ হয় না। টানা ৩০ বছর ক্ষমতায় থাকা প্রয়োজন। তবেই বিশ্বগুরু হয়ে উঠবে ভারত।”