Sunday, May 19, 2024
দেশ

সমাজতন্ত্রের প্রয়োজন নেই, রাম রাজ্যের পথেই এগোবে ভারত: যোগী আদিত্যনাথ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বলেছেন, ‘ভারতের সমাজতন্ত্রের প্রয়োজন নেই। সমাজতন্ত্র নেতাদের সবচেয়ে বড় ভণ্ডামি। ভারত রাম রাজ্যের মাধ্যমে পরিচালিত হবে।’

যোগী আদিত্যনাথ রাজ্য বিধানসভায় উত্তরপ্রদেশের বাজেট 2023-24 নিয়ে বলার সময় বলেন, ‘সমাজতন্ত্র একটি মরীচিকা যা ধনীকে দরিদ্র বানিয়ে দেয়। দরিদ্রকে আরও দরিদ্র করে তোলে এবং দরিদ্রদের দাসে পরিণত করে।’

সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি এবং বিরোধী দলের নেতা অখিলেশ যাদব বলেছিলেন, সমাজতন্ত্র ছাড়া রাম রাজ্য সম্ভব নয়। তাঁর সেই মন্তব্যের একদিন পরেই যোগী আদিত্যনাথ এই মন্তব্য করলেন।

যোগী আদিত্যনাথ বলেন, ‘সমাজতন্ত্র কোথাও উন্নয়ন নিয়ে আসেনি। ভারত চলবে শুধু রাম রাজ্যের মাধ্যমে। এই বাজেট রাম রাজ্যের ভিত্তিপ্রস্তর হতে চলেছে। এ বছরই তৈরি হতে চলেছে ভগবান রামের মন্দির।’

আদিত্যনাথ বলেন, ‘সমাজতন্ত্র একটি মরীচিকা, এটি ধনীকে দরিদ্র করে, গরীবদেরকে দাসে পরিণত করে এবং বুদ্ধিজীবীদের বোকা বানিয়ে দেয়। সমাজতন্ত্র হল নেতাদের সবচেয়ে বড় ভণ্ডামি যারা তাদের জনগণকে শক্তিশালী করতে চায়।’

যোগী আদিত্যনাথ বলেন, ‘ভারতের সমাজতন্ত্রের প্রয়োজন নেই। উত্তরপ্রদেশ হল রাম রাজ্যের দেশ এবং এই চেতনা নিয়েই এটি এগিয়ে চলেছে। শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি, একটি উন্নয়নমুখী সমাজ এবং রাজনৈতিক অখণ্ডতার সৃষ্টিই প্রতিটি নাগরিকের জীবনে সুখ আনতে পারে।’