Sunday, May 19, 2024
রাজ্য​

নৈহাটি ফেরিঘাটের নাম বদলে ‘বড়মা ফেরি সার্ভিস’ করা হচ্ছে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নৈহাটি ফেরিঘাটের নাম বদল করা হচ্ছে। নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার নামে নামকরণ হতে চলেছে ফেরিঘাটের নাম। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে উদ্যোগ শুরু হয়েছে। পাশাপাশি, নৈহাটি ফেরিঘাট সংস্কারের কাজ শুরু হয়েছে।

শহরতলির পরিবহণের অন্যতম মাধ্যম এই নৈহাটি ফেরিঘাট। এর উল্টো দিকে চুঁচুড়া ফেরিঘাট। প্রতিদিন কমপক্ষে ১০ হাজার মানুষ যাতায়াত করেন এই ফেরিঘাট দিয়ে।

জানা গেছে, নাম প্রস্তাবের প্রস্তাব নৈহাটি পুরসভার মিটিংয়ে পাস হয়েছে। সেই প্রস্তাবের প্রতিলিপি পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে পাঠানো হয়েছে।

নাম বদলের বিষয়ে নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘বড়মার নামের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে। সেই আবেগকে মান্যতা দিয়ে আমরা নৈহাটি পুরসভার তরফে আমাদের বিধায়ক ও সেচমন্ত্রী পার্থ ভৌমিককে বিষয়টি জানিয়েছি।’

এদিকে, বড়মা মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, ‘বড়মার মন্দির এবার শতবর্ষে। নৈহাটি ফেরিঘাটের নাম বদলে বড়মার নামে করার উদ্যোগকে সাধুবাদ জানাই।’