Tuesday, May 14, 2024
রাজ্য​

‘দোতলা-তিনতলা বাড়ির মালিককে আবাস যোজনার বাড়ি’, বিস্ফোরক তৃণমূল নেতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) হল ভারত সরকারের একটি উদ্যোগ যার লক্ষ্য সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা। মূলত দরিদ্র মানুষদের বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য এই প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। হাজার হাজার দুর্নীতির অভিযোগের মধ্যে এবার হাঁটে হাঁড়ি ভাঙলেন এক তৃণমূল নেতা।

বাঁকুড়ার (Bankura) জঙ্গলমহলের এক তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত সদস্য পিনাকী রঞ্জন মহান্তী বলেন, “সামনে ভোট, আমরা সব কিছু বলতে পারছি না। দলের উচ্চ নেতৃত্বকে সবকিছু জানাতে চাই। মাচাতোড়া তৃণমূল অঞ্চল সভাপতি শিশির কুমার সৎপতি ‘দুর্নীতিতে যুক্ত’। এমনকি গরিব মানুষদের বঞ্চিত করে দোতলা-তিনতলা বাড়ির মালিককে সরকারি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা ওই অঞ্চল সভাপতি করেছেন”।

নিজেকে সিমলাপালের মাচাতোড়া অঞ্চল তৃণমূলের কোর কমিটির সদস্য বলে জানান পিনাকী রঞ্জন মহান্তী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ শাসকদল ঘনিষ্ঠদের এই সুবিধা পাইয়ে দেয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় প্রতিনিধি দলও।