Wednesday, October 9, 2024
দেশ

‘ইসলাম মানে ৫ বার নামাজ পড়া, হিন্দু মেয়েদের ফাঁসানো, জিহাদি হওয়া’ বিস্ফোরক বাবা রামদেব

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন বাবা রামদেব। ইসলাম ও খ্রিস্টান ধর্মকে আক্রমণ করলেন তিনি। বাধমেরে এক বৈঠকে রামদেব বলেন, ‘ইসলামে শুধু ৫ বার নামাজ পড়ার কথাই বলা হয়েছে। একজন মুসলমানের জন্য শুধু নামাজ পড়া আবশ্যক এবং সে নামাজের পর যা কিছু করে সবই জায়েজ। হিন্দুদের মেয়েকে তুলে নিন। এমনকি আপনি যদি জিহাদের নামে কর্মী হয়ে যান এবং তারপরে আপনার মনে যা আসে তাই করুন। এ ছাড়া তিনি বলেন, তার বেহেশত মানে পায়জামা পরা, গোঁফ কেটে টুপি পরা।’

রামদেব আরও বলেন, ‘আমি এটা বলছি না কিন্তু এই লোকেরাই এটা করছে। সেসব লোক দাবি করে যে স্বর্গে তাদের স্থান নিশ্চিত করা হয়েছে। এমন স্বর্গ নরকের চেয়েও খারাপ।’ 

রামদেব বলেন, ‘আমি কোন কিছুর সমালোচনা করছি না, তবে মানুষ এই দ্বিধায় রয়েছে। কেউ বলে যে তারা পুরো বিশ্বকে ইসলামে দীক্ষিত করবে আবার কেউ বলে যে তারা পুরো বিশ্বকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবে। কিন্তু উন্নয়নের কোনো ইচ্ছে তাদের নেই।’

রামদেব খ্রিস্টান ধর্ম নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘খ্রিস্টধর্মে বলা আছে দিনে গির্জায় গিয়ে মোমবাতি জ্বালান, আপনার সমস্ত পাপ ধুয়ে যাবে। কিন্তু হিন্দু ধর্ম তা বলে না।’ হিন্দু ধর্মের প্রশংসা করে বাবা রামদেব বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে ভগবানের উপাসনা করা, ধ্যান করা, সেবা করা, এটাই ধর্ম।’