Sunday, May 19, 2024
দেশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের অসমে

গুয়াহাটি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসমের নাহারকাটিয়া থানায় অভিযোগ দায়ের হল। মঙ্গলবার বিকালে বিজেপি যুব মোর্চার (BJYM) তরফে এই অভিযোগ দায়ের করা হয়। সূত্রের খবর, অসমে জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশ করে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। মঙ্গলবার এই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম এনআরসি ইস্যুতে এহেন মন্তব্যের জেরে বিজেপি যুব মোর্চার তরফে এই অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, বৈধ প্রমাণ দিতে না পারলে, অনুপ্রবেশকারী ভারত ছাড়। এনআরসি নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই মঙ্গলবার অবস্থান স্পষ্ট করল বিজেপি। অভ্যন্তরীন নিরাপত্তাকে ঢাল করে সংসদের ভিতরে ও বাইরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্যেই স্পষ্ট, অনুপ্রবেশকারীদের তাড়িয়েই ছাড়া হবে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতায় এদিনও তৃণমূল কংগ্রেস নেত্রীকে আক্রমণ করলেন বিজেপি সভাপতি।

অমিত শাহ বলেন, বিজেপির বিরুদ্ধে ভোট রাজনীতির অভিযোগ তুলছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরী হয়েছে। তাঁর এই বক্তব্যের ব্যাখ্যা দিন মমতা। কোন আশঙ্কা থেকে একথা বলছেন মমতা? বিষয়টি স্পষ্ট করে বলুন। ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন মমতা বলেও অভিযোগ করেন বিজেপি সভাপতি।