Tuesday, May 7, 2024
দেশ

রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিরা দেশ না ছাড়লে গুলি করা হোক: বিজেপি বিধায়ক

হায়দরাবাদ: অসমে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ নিয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন সেই বিতর্ক আরও উসকে দিলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিং লোধ। তাঁর মতে, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যদি সম্মানের সঙ্গে ভারত না ছাড়ে, তবে তাদের গুলি করা হোক। নিকেশ করা হোক। তাহলেই আমাদের দেশের সুরক্ষা নিশ্চিত হবে।

সোমবার প্রকাশিত হয় অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া। ৩ কোটি ২৯ লাখ মানুষ আবেদন করেছিলেন। ৪০ লাখ লোকের নাম নেই খসড়ায় । নাম বাদ পড়া নিয়ে উত্তাল রাজ‍্য সহ গোটা দেশ। সমালোচনায় সরব সব মহল। তার মধ্যেই এই বিজেপি বিধায়কের মত, এই লোকগুলো অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গারা ভালো ছেলের মতো ফিরে না গেলে ওরা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই ওদের বোঝানো দরকার। ওদের গুলি করা উচিত। তবেই আমাদের দেশের সুরক্ষা নিশ্চিত হবে।

বিজেপি বিধায়ক আরও বলেন, ১৯৭১-এর যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে সমর্থন করে, সেসময় প্রচুর সংখ্যায় বাংলাদেশিরা অসমে ‘অনুপ্রবেশ করে’।সেখানে এ ধরনের ৪০ লক্ষ বেআইনি ভাবে ঢুকে পড়া লোক বসবাস করছে। এরা ‘ভারতকে ধ্বংস করার চক্রান্তের’ অঙ্গ হিসাবে অসমে পাকাপাকি বসবাস করছে, ওদের বাংলাদেশে ফেরত পাঠানো সরকারের দায়িত্ব বলেও অভিমত জানান তিনি।

প্রসঙ্গত, অসম ইস্যু নিয়ে সংসদ অধিবেশনেও ঝড় তুলেছেন‌ তৃণমূল কংগ্রেস সহ বিরোধীরা। সংসদের বাইরে এনিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টির সাংসদরা।