Monday, May 20, 2024
দেশ

বুলডোজার দিয়ে রোহিঙ্গা ক্যাম্প গুঁড়িয়ে দিল যোগী সরকার

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সরকার দিল্লিতে তাদের একটি জমি থেকে বেআইনি রোহিঙ্গা ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিল। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, বেআইনি ভাবে দখল করে থাকা জমি পুনরুদ্ধার করা হয়েছে। নয়ডার কাছাকাছি মদনপুর খাদার এলাকায় ২.১০ হেক্টর জমি থেকে বেআইনি ওই রোহিঙ্গা উদ্বাস্তু শিবির উচ্ছেদ করা হয়। প্রায় ৯৭ কোটি টাকা মূল্যের ওই জমি উত্তরপ্রদেশের জলসেচ দফতরের।

উত্তরপ্রদেশের জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিং জানান, বেশ কিছু রোহিঙ্গা উদ্বাস্তু নয়ডার কাছে ওই সরকারি জমিতে বেআইনিভাবে বসবাস করে আসছিলেন। দিল্লি প্রশাসনের সঙ্গে কথা বলে ওই রোহিঙ্গা উদ্বাস্তুদের উৎখাত করা হয়েছে।


উত্তরপ্রদেশের সেচ দফতরের নির্বাহী প্রকৌশলী ওখলা সিং জানিয়েছেন, ওই অঞ্চলে উত্তরপ্রদেশ সরকারের আরও কিছু জমি অবৈধভাবে দখল হয়ে রয়েছে। সেগুলিও খালি করা হবে বলে জানান তিনি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব সরকারি জমি থেকে অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপরেই রাজ্যের জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিং ব্যবস্থা নেন। বুলডোজার দিয়ে রোহিঙ্গা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ভিডিও টুইটারে পোস্ট করেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, বুলডোজার দিয়ে অস্থায়ী কুঁড়েঘর, আবাস, দেওয়াল গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ক্যাপশনে মহেন্দ্র সিং লেখেন, দিল্লিতে আবারও বুলডোজার চালালো যোগী সরকার। দখলদারী হটাতে বড়সড় অ্যাকশন নিল যোগী প্রশাসন। ভোর ৪ টায় মদনপুর খাদার এলাকায় জলসেচ দফতরের জমি থেকে বেআইনি রোহিঙ্গা ক্যাম্প উচ্ছেদ করা হয়েছে। আগামী দিনেও বেআইনি দখলদারী রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।