Friday, May 17, 2024
দেশ

অযোধ্যায় নির্মাণ করা হচ্ছে ১০১ ফুট উঁচু ‘যোগী মন্দির’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের অযোধ্যায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্দির তৈরি করা হচ্ছে। যোগী আদিত্যনাথের সমর্থকরা তার মন্দির তৈরি করতে চলেছেন, যেটি হবে ১০১ ফুট উঁচু এবং ভগবানের জায়গায় বসানো হবে যোগী আদিত্যনাথের বিশাল মূর্তি। ১০১ ফুট উঁচু যোগী মন্দির নির্মাণ করছেন যোগী আদিত্যনাথের ভক্ত প্রভাকর মৌর্য। জানা গেছে, এই মন্দির নির্মাণ করতে খরচ হবে ৪ কোটি টাকা।

যোগী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ভূমি পুজোন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভূমি পুজোনে রামলালার প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস, হনুমান গড়ির পুরোহিত মহন্ত রাজু দাস এবং অনেক প্রবীণ ঋষিদের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ভূমিপুজোর দায়িত্ব আচার্য সত্যেন্দ্র দাসের ওপর ন্যস্ত করা হয়েছে।

যোগী মন্দির প্রসঙ্গে প্রভাকর মৌর্য বলেছেন, “ভগবান রামের সামনে যেমন সকলে মন্ত্র পড়েন, সেই রকমভাবেই তিনি রোজ যোগী আদিত্যনাথে সামনে মন্ত্রোচ্চারণ করেন।”

সূত্রের খবর, যোগী মন্দিরটি নির্মাণে ৮.৫ লাখ টাকা খরচ করা হয়েছে। রাজস্থানে তৈরি হয়েছে যোগী আদিত্যনাথের মূর্তিটি।

২৪ ফেব্রুয়ারি ভূমি পুজোনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে যোগি আদিত্যনাথকে। আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তবে সাধু-সন্ত বা বিজেপি নেতারা ভূমি পুজোন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা জানা যায়নি।