Thursday, May 2, 2024
কলকাতা

পার্থর দিকে মল ভর্তি মগ ছুঁড়ল ক্ষুদ্ধ জঙ্গি মুসা! চোট পেলেন প্রাক্তন মন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার প্রেসিডেন্সি জেলে কেলেঙ্কারি ঘটে গেল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে মল ভর্তি মগ ছুঁড়ে মারলো আইএস জঙ্গি মুসা। সরে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। থুতনিতে চোট পেয়েছেন তিনি। এসএসকেএমের একদল চিকিৎসক জেলে পার্থর স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, ধৃত প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো।

ঠিক কী ঘটেছিল? আইএস জঙ্গি বন্দি আছে প্রেসিডেন্সি জেলে। পার্থ চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের ২২ ওয়ার্ডের ২ নম্বর সেলে রয়েছেন। আর মুসা ৭ নম্বর ওয়ার্ডে। শনিবার বিকালে বন্দিদের লক আপে ঢোকানো হচ্ছিল। জেলে পার্থ চট্টোপাধ্যায় উঠোনে হাঁটবেন বলে জানান। কেন দুই বন্দির ক্ষেত্রে নিয়ম আলাদা হবে? এই ঘটনায় ক্ষুব্ধ মুসা। তাই পার্থকে লক্ষ্য করে মগ ছুঁড়ে মারেন। পাশাপাশি, গালাগালও দেন মুসা।

জঙ্গি মুসার বদভ্যাস হলো সে মগে মলত্যাগ করে। তা জমিয়ে রাখে তার টার্গেটের জন্য।

২০১৬ সালের ৪ জুলাই বর্ধমান স্টেশন থেকে আইএস জঙ্গি মুসা ওরফে মহম্মদ মসিউদ্দিনকে গ্রেফতার করে রেলপুলিশ ও সিআইডি।