শ্রাবণের শেষ সোমবারে ভগবান শিবের রুদ্রাভিষেক করলেন যোগী আদিত্যনাথ (ভিডিও)
কলকাতা ট্রিবিউন ডেস্ক: শ্রাবণ মাস ভগবান শিবের খুব প্রিয়। ভক্তরা এই মাসে ভগবান শিবের বিশেষ প্রার্থনা করেন। তারা মহাদেবের পুজো করেন। শিবলিঙ্গে জল, বেলপত্র নিবেদন করে, রুদ্রাভিষেক করেন।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath performs havan at Gorakhnath Temple premises after performing ‘rudrabhishek’ of Lord Shiv. pic.twitter.com/KlhAF6uhak
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 14, 2023
শ্রাবণের শেষ সোমবারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রুদ্রাভিষেক করেন। গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে ভগবান শিবের রুদ্রাভিষেক করার পর হবন করেন যোগী আদিত্যনাথ। মহাদেবের রুদ্রাভিষেক করে যোগী রাষ্ট্র ও দেশবাসীর কল্যাণ কামনা করেন।