Saturday, May 18, 2024
খেলা

‘কথা রেখেছে সরকার’, আর পথে নেমে প্রতিবাদ নয়, এবার লড়াই হবে আদালতে, ঘোষণা কুস্তিগিরদের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজপথে কুস্তিগিরদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। পরিস্থিতি সামাল দিতে কুস্তিগিরদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কুস্তিগিরদের আইনের উপর আস্থা রাখতে অনুরোধ করা হয়। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ।

এরপরেই কুস্তিগিররা জানিয়েছেন, রাস্তায় নেমে বিক্ষোভ শেষ। এবার আদালতেই লড়াই চলবে। কুস্তিগিররা জানান, সঠিক সময়ে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়ে প্রতিশ্রুতি পালন করেছে সরকার। তাই আপাতত পথে বসে বিক্ষোভ করবেন না তাঁরা। টুইটে এই সিদ্ধান্ত কথা জানিয়েছেন প্রতিবাদের তিন মুখ ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। তারা আরও জানিয়েছেন, আপাতত সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তারা।