Saturday, May 18, 2024
রাজ্য​

শরণার্থীদের পাশে আছি, একজন অনুপ্রবেশকারীকেও ছাড়া হবে না: মোদী

শিলিগুড়ি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে শিলিগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে একাধিক ইস্যুতে আক্রমণ  করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, একজন অনুপ্রবেশকারীকেও ছাড়া হবে না। আমরা শরণার্থীদের পাশে আছি। এই সমস্ত মানুষ কংগ্রেসের ঐতিহাসিক ভুলের সেই স্বীকার। আমরা তাঁদের পাশে আছি। এনআরসি নিয়ে এখানে গুজব রটানো হচ্ছে।

মোদী বলেন, তৃণমূল রাজ্যে সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে যারা মানুষকে অত্যাচার করে তাঁদের শাস্তি হবে। তিনি বলেন, আপনাদের ভোট শুধু বিজেপি সরকার তৈরি হবে না, ভারতের জওয়ানদের হাতও শক্ত হবে।

মোদী বলেন, এবারের নির্বাচন চৌকিদার আর দাগদারের নির্বাচন। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার স্ট্রাইক নিয়েও বিরোধীদের আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হামলার পর ইসলামাবাদে যে দুঃখ হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে দিদির। চৌকিদার শত্রুদের ঘরে ঢুকে মেরেছে। কিন্তু দিদি আর তাঁর সঙ্গীরা বায়ুসেনার স্ট্রাইক নিয়ে এত কান্নাকাটি করলেন যে পাকিস্তানে নায়ক হয়ে গিয়েছেন।

পাশাপাশি প্রধানমন্ত্রীর অভিযোগ, মমতা স্বাস্থ্য প্রকল্প থেকে কৃষি সব জায়গায় বাধা দিচ্ছেন। আমার প্রতি আপনাদের ভালবাোসা দেখে দিদি ভয় পাচ্ছেন। মমতা, কংগ্রেস আর বামদের মধ্যে কোনও ফারাক নেই।