Sunday, May 19, 2024
Latestদেশ

মহিলাদের উন্নয়ন ঘটলেই সমাজে পরিবর্তন আসবে, সময় এসেছে ঘোমটা প্রথা তুলে দেওয়ার: গেহলট

জয়পুর: রাজস্থানের মহিলাদেরকে ঘোমটার আড়াল থেকে বেরিয়ে আসার আর্জি জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। একাল নারী শক্তি সংগঠনের ২০তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত হয়ে মঙ্গলবার তিনি বলেন, মহিলারা এগিয়ে আসুন। মহিলাদের উন্নয়ন ঘটলেই সমাজে পরিবর্তন আসবে। দিন বদলেছে, এই বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের এবার ঘোমটা প্রথা তুলে দেওয়া উচিৎ। রাজ্য সরকার আপনাদের সঙ্গে আছে।

রাজস্থানে এখনও লম্বা ঘোমটার আড়ালে মুখ ঢেকে রাখার প্রচলন আছে। প্রাচীন রীতি ছিল- ‘‌ঘুংঘট মে রেহেনে দো, ঘুংঘট না উঠাও’‌। এই ‘ঘুংঘট’ অর্থাৎ ঘোমটা টানা’র প্রথা তুলে দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী গেহলট। মুখ্যমন্ত্রীর মতে, মহিলারা দেশ গড়ে তুলতে গঠনমূলক কাজে এগিয়ে আসতে সক্ষম। অথচ তাঁদের জোর করে মুখ ঢেকে রাখা হচ্ছে।

ঘোমটা প্রথা বিলুপ্তির পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, মহিলাদের দুর্গা হিসেবে পুজো করা হয়। আবার তাঁদের ঘোমটার আড়ালে লুকিয়ে রাখা হয়। ঘোমটার আড়াল থেকে বেরিয়ে না আসলে মহিলারা সমাজ পরিবর্তনে অবদান রাখতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।

অশোক গেহলট আরও বলেন, বাল্যবিবাহ এবং শিশুকন্যাদের বিরুদ্ধে অপরাধ দমনেও উদ্যোগী তাঁর সরকার। তিনি জানান, রাজস্থান সরকার মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনের জন্য নানাবিধ ব্যবস্থা নিয়েছে। তাঁর সরকার মহিলাদের পাশে থাকতে বদ্ধপরিকর।