Friday, May 3, 2024
দেশ

‘নয়া শিক্ষা নীতি ভারতকে একধাপ এগিয়ে নিয়ে যাবে’, মন্তব্য UPSC টপার ঈশিতা কিশোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ঈশিতা কিশোর (Ishita Kishore)। নয়া শিক্ষানীতির ভূয়সী প্রশংসা করলেন তিনি। তাঁর মতে, নয়া শিক্ষানীতি ভারতকে একধাপ এগিয়ে যাবে।


ঈশিতা কিশোর বলেন, ‘নয়া শিক্ষানীতি ভারতকে একধাপ এগিয়ে যাবে। আমি আশা করি, ২০৪৭ সালের মধ্যে সাধারণ সুবিধাগুলি শেষপ্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে। প্রতিটি মানুষ বিশেষ করে মহিলারা নূন্যতম সুবিধা-সহ জীবনযাপন করতে পারবেন।’