Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

দীপাবলিতে আমেরিকায় জাতীয় ছুটি, বিল পেশ মার্কিন কংগ্রেসে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আলোর উৎসব দীপাবলি। আমেরিকাতেও ব্যাপক জনপ্রিয় দীপাবলি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের হোয়াইট হাউসে দীপাবলি পালন করতে দেখা গিয়েছে। এবার দীপাবলিকে আমেরিকায় জাতীয় ছুটি ঘোষণার দাবি। ইতিমধ্যেই বিল পেশ করা হয়েছে মার্কিন কংগ্রেসে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি পেশ করেন নিউ ইয়র্ক সিক্সথ ডিস্ট্রিক্টের প্রতিনিধি গ্রেস মেং।

এ প্রসঙ্গে গ্রেস মেং বলেন, ‘বিশ্বের কোটি কোটি মানুষ দীপাবলি পালন করে। এই উৎসবে আনন্দে মেতে উঠে কুইনস, নিউ ইয়র্ক এবং গোটা আমেরিকার অজস্র মানুষ। ফলে দীপাবলি দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমার এই বিল আমেরিকানদের দীপাবলি সম্পর্কে সমস্ত তথ্য দেবে।’

উল্লেখ্য, ‘দীপাবলি ডে অ্যাক্ট’ বিলটি যদি মার্কিন কংগ্রেসে পাশ হয় তাহলে আমেরিকার দ্বাদশ সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। জানা গেছে, ইতিমধ্যেই বিলটি দারুণ প্রশংসিত হয়েছে।

এই বিলের সমর্থনে নিউ ইয়র্কের কাউন্সিলের ভারতীয় বংশোদ্ভূত সদস্য শেখর কৃষ্ণণ বলেন, ‘নিউ ইয়র্ক প্রশাসনে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এই বিলটিকে সমর্থন করে অত্যন্ত গর্বিত বোধ করছি।’

প্রসঙ্গত, গত এপ্রিলে দীপাবলিকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশ।