Monday, May 6, 2024
বলিউড

‘জাতীয়তাবাদী প্রচার করব’, বৃন্দাবন দর্শনে গিয়ে বললেন কঙ্গনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বলেছেন, তিনি কোনও দলের সাথে যুক্ত নন। তবে জাতীয়তাবাদীদের পক্ষে প্রচার করবেন। শ্রীকৃষ্ণ জন্মস্থান বৃন্দাবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন অভিনেত্রী।২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির পক্ষে প্রচার করবেন কিনা জানতে চাইলে কঙ্গনা বলেন, “আমি কোনও দলের সঙ্গে যুক্ত নই। যারা জাতীয়তাবাদী, আমি তাঁদের জন্য প্রচার করব।”

উল্লেখ্য, বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। বিজেপির কাছে উত্তরপ্রদেশে জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিধানসভা ভোটের আগে কঙ্গনার এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

এদিন বৃন্দাবন চত্বরে কঙ্গনাকে দেখার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভিড় সামলাতে বেগ পেতে হয় নিরাপত্তারক্ষীদের। শ্রী বিহারীজির মন্দির দর্শন করেন। শ্রী কৃষ্ণের ভক্তিতে মগ্ন হন অভিনেত্রী। নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন। কঙ্গনা বলেন, বিহারীজির দর্শন পেয়ে আমি খুব ধন্য। মাখন প্রসাদ পেয়ে আপ্লুত।

কঙ্গনা আরও বলেন, তিনি আশা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভগবান কৃষ্ণের “প্রকৃত জন্মস্থান” দেখার জন্য চেষ্টা করবেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেখানে একটি ইদগাহ রয়েছে বলে দাবি করেন অভিনেত্রী।

একাংশ দাবি করেছে যে তার বিবৃতি অনুভূতিতে আঘাত করেছে। এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, যারা সৎ, সাহসী, জাতীয়তাবাদী এবং দেশের বিষয়ে কথা বলেন, তারা জানেন “আমি যা বলছি তা সঠিক”। কৃষকদের কাছে ক্ষমা চাওয়ার বিষয় কঙ্গনা বলেন, আমি কখনও কারও কাছে ক্ষমা চায়নি।